শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি,২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) দিবস হিসেবে প্রতি বছর ২৩ মার্চ পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, স্কুল ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত সংগঠন বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর ১৯৭৯ সালের ২৩ মার্চ একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার এই দিনটির স্বীকৃতি হিসেবে প্রতিবছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, এই দিবস পালনের মাধ্যমে তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিএনসিসির ভূমিকা আরও তুলে ধরা সম্ভব হবে।