বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ

শনিবার জেলার রাজারহাট উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ছবি : বাসস

কুড়িগ্রাম, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার রাজারহাট উপজেলার আজ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী হাঁসার পাড় এলাকায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসব কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। 

এ সময় সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, অধ্যক্ষ শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আখের, সাইফুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ সময় দুইশ’ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।