বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৩

দিনাজপুরে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ সমাপ্ত

দিনাজপুর জেলায় অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ সমাপ্ত। ছবি: বাসস

দিনাজপুর, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

আজ শনিবার দুপুর ২টায় শহরের ঘাসিপাড়া এফপিএবি মিলনায়তনে অগ্নিলা নৃত্য নিকেতনের আয়োজনে ৪ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে কত্থক নৃত্য গুরু রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ও বুলবুল একাডেমি অফ ফাইন আটর্স (বাফা) র বিশিষ্ট প্রশিক্ষক সাজু আহমেদ তার বক্তব্যে বলেন, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক নৃত্য হচ্ছে অন্যতম নৃত্য ধারা। মন্দির যুগ, দরবার যুগ, মঞ্চ যুগ সহ ৩ যুগ থেকে এই নৃত্য ধারা চর্চা চলে আসছে। 

অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক, বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষণ সমন্বয়কারী রওনক আরা হক নীপা বলেন, বর্তমানে এই নৃত্য ধারা বিশ্বের অনেক জায়গায় সুনামের সঙ্গে চর্চা চলছে। 

এই কত্থক নৃত্য প্রশিক্ষণে ৪৫ নৃত্য শিল্পী অংশগ্রহণ করেন।