শিরোনাম

রাঙ্গামাটি, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কাউখালী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক ও রাঙ্গামাটি-২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।
কাউখালি উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সহ সভাপতি মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক মো. শফি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল আলম বাবলুসহ উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নীতি আদর্শকে বুকে ধারন করে বিএনপির বর্তমান চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে আগামীতে পার্বত্য চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে গড়ে তোলা হবে।