বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

উন্নত ও মানবিক জনপদ গড়তে চান বাগেরহাট-২ আসনের জামায়াত প্রার্থী

ছবি: বাসস

বাগেরহাট, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি জামাত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত জেলা সদর ও কচুয়াকে একটি উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের ধানসিঁড়ি হোটেলের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মঞ্জুরুল হক রাহাত বলেন, ‘বাগেরহাট সদর ও কচুয়াকে দুর্নীতিমুক্ত, দখলমুক্ত, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। খুব শিগ্গিরই বাগেরহাট সদর ও কচুয়া এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে একটি সুস্পষ্ট ও বাস্তবমুখী নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।’ 

জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লা, জেলা জামায়াতের সুরা কর্ম পরিষদের সদস্য মওলানা সাইদুল আলম, পৌর জামায়াতের আমির মওলানা শামিম হাসান এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা লিয়াকত আলী।  সভায় বাগেরহাটে কর্মরত সব গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।