বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ২০:১৬

মুন্সীগঞ্জে সুতার মিলে অগ্নিকান্ড 

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় আজ অগ্নিকান্ডে একটি সুতার মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অগ্নিকান্ডে একটি সুতার মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। 

আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় জনৈক দুলাল বেপারীর সুতার মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং এলাকাবাসীর প্রায় দেড়ঘন্টার চেষ্টায় পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকার সুতার মিলের আগুন নিয়ন্ত্রনে আসে।

মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজির জানান, বৈদ্যুৎতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।