শিরোনাম

পঞ্চগড়, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার বোদা উপজেলায় আজ ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের একহাজার ২৮০ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসবে শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতের পোশাক, স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি, উন্নতমানের স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে গরম খিচুড়ির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ।
পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল এবং সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সেলক্ষ্যেই এ আয়োজন। আজ একহাজার ২৮০ জন শিশুকে শীতের পোশাক, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে। পাঁচটি আয়োজনের মাধ্যমে মোট সাড়ে সাতহাজার শিশুকে এ উপহার দেয়া হচ্ছে।
তিনি জানান, শিশুস্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভালোলাগা থেকেই ১৮ বছর আগে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড- এর সহযোগিতায় ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ এ উৎসবের আয়োজন করেছে।