শিরোনাম

নীলফামারী, ৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলাদেশ স্কাউট অ্যাণ্ড গাইড ফেলোশীপ -এর উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা সদরে পলাশবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট অ্যাণ্ড গাইড ফেলোশীপের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম খান।
এ সময় শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক মো. রাসেল রহমান শিমুল, নির্বাহী সদস্য মোস্তফা কামাল অপু, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, পলাশবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশে স্কাউট অ্যাণ্ড গাইড ফেলোশীপ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে তিনশ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে।