শিরোনাম

নাটোর, ৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি মিল্টন হোসেন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।