বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

কক্সবাজারে ৫ মানব পাচারকারী আটক: নারী ও শিশুসহ ২০ জন উদ্ধার

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): কোস্ট গার্ড অভিযান চালিয়ে পাঁচ জন মানব পাচারকারীকে আটক এবং পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে। 

আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মধ্যরাতে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, স্টেশন ইনানী, হিমছড়ি, কক্সবাজার ও মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে একটি বোট আটক করে। আটককৃত বোটে তল্লাশী চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাচারকারীরা সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে নিয়ে কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছিল।