বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮

কুয়েটে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

খুলনা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সম্প্রসারিত ক্যাম্পাসে নির্মাণাধীন ১০ তলা নতুন একাডেমিক ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম গোলাম মোস্তফা ওরফে গোলাপ মিয়া (২১)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রংপুর থেকে কুয়েটে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করার সময় বৈদ্যুতিক শক খেয়ে ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় সাব-কন্ট্রাক্টর ও সহকর্মীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ বিষয়ে কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ বলেন, নির্মাণাধীন ১০ তলা একাডেমিক ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।