বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৬

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, হেলপার নিহত

মুন্সীগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার মো. তারেক রহমান (৩৫) নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ঘ ১৫-৫০৭৬) ঘটনাস্থলে পার্কিং করা মালবাহী ট্রাককের পেছনে সজোরে ধাক্কা দেয়। 

এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা হেলপার তারেক রহমান ঘটনাস্থলেই মারা যান। 

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতর আটকা পরা ১৫ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, নিহত তারেক রহমানের মৃতদেহ থানায় রয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।