শিরোনাম

চট্টগ্রাম, (উত্তর) ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৯শ’ মিটার বিভিন্ন জাল ও ১০টি বড়শি জব্দ করেছে প্রশাসন।
গতকাল বুধবার রাতে জেলার ফটিকছড়ি উপজেলার হালদা নদী সংলগ্ন নাজিরহাট ব্রিজ এলাকায় উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিসার জানান, হালদা নদীর নাজিরহাট অংশে অভিযান চালিয়ে আনুমানিক ২৬০ মিটারের ১টি কারেন্ট জাল, ৫৭০ মিটারের ২টি চরঘেরা জাল, ৯টি হাত বড়শি এবং ৩টি বোতল বড়শি জব্দ করা হয়।
জব্দকৃত জাল এবং বড়শি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।