বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুষ্টিয়া, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক(৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। গতকাল (৫ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার কুষ্টিয়া- মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আশিক মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মোহর চৌধুরীর পুত্র। 

পুলিশ জানায়, রাতে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ বাসসকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কীসের সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে মরদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।