শিরোনাম

বাগেরহাট, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পূর্ব সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে ঢাকা থেকে আসা একটি বিশেষজ্ঞ টিম বাঘটি উদ্ধার করে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো: রেজাউল করিম চৌধুরী।
তিনি জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের চাদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের অভ্যন্তরে শিকারিদের হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়ে এমন তথ্য পান। শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বন কর্মকর্তাদের পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান সুন্দরবনের ভেতরে চোরা শিকারীদের ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। তাৎক্ষণিকভাবে বাঘটিকে বনরক্ষীরা কর্ডন করে রাখে, যাতে সেখানে কেউ যেতে না পারে।
পরে রোববার ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম বাগেরহাটে আসেন এবং বিকেলে বাঘটি উদ্ধার করে লোহার খাচায় করে দ্রুত নিবিড় পরিচর্যার জন্য খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান ডিএফও বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। বাঘটি সুস্থ হলে তাকে সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।