বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ২০:২৫

বান্দরবানে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ 

ছবি : বাসস

বান্দরবান, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার রুমা উপজেলায় আজ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। 

এ সময় জেলার রুমা উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা এবং জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসাবে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।