বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ২০:০৭

নাগরিক সেবা জোরদারে বিভিন্ন সংস্থার জোরালো সমন্বয় চায় রাজশাহী সিটি কর্পোরেশন

ছবি : বাসস

রাজশাহী, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নাগরিক সেবা জোরদার করতে সব দপ্তর ও সংস্থা সমূহের সঙ্গে জোরালো সমন্বয় চায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

আজ মঙ্গলবার রাসিক কনফারেন্স হলে রাসিক এলাকার অভ্যন্তরীণ বিভাগগুলোর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ও রাসিক প্রশাসক ড. আ. ন. ম বজলুর রশীদ।

সভায় চলমান ও প্রস্তাবিত প্রকল্প, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা এবং পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. জিল্লুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম সরকার এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম।

ড. বজলুর রশীদ টেকসই উন্নয়নের জন্য আরসিসি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের আহ্বান জানান।

সিটি কর্পোরেশনকে একটি সেবামুখী প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, রাসিক নাগরিক সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সহযোগিতাও করে আসছে।

যানজট নিরসনের জন্য অবৈধ যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ এবং গতি নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রসারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্যে আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আরডিএ চেয়ারম্যান তুহিনুর আলম বলেন, ঢাকা বাস টার্মিনালকে নওদাপাড়া টার্মিনালে স্থানান্তরের প্রক্রিয়া অগ্রসর হচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এতে বিদ্যমান যানজট অনেকাংশে কমে যাবে।