শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবারও মানুষের ঢল নামে।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁর সমাধিতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে জড়ো হন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও সকাল থেকেই সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাধিস্থল পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার মিলনস্থলে। অনেকেই প্রিয় নেত্রীর রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও ত্যাগের কথা স্মরণ করেন।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা বাসসকে বলেন, খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আপোসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের প্রতি তাঁর ভালোবাসা এবং মানুষের সেবায় তাঁর ভূমিকা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রদল নেতা বলেন, ‘খালেদা জিয়াকে হারিয়ে আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি। দেশের জন্য তাঁর অবদান বলে শেষ করা যাবে না।’
আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের এক সদস্য বাসসকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। গণতন্ত্রের জন্য তাঁর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।