বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ২০:১৮

ময়মনসিংহের ১১টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ১ 

ময়মনসিংহ, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার ময়মনসিংহ-৮, ৯, ১০ ও ১১ এই চারটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকা এবং ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক এ. আর. খান-এর মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় ভুল তথ্য প্রদান ও ভোটার সমর্থনের তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার মনোনয়ন বাতিল করা হয়। একই কারণে স্বতন্ত্র প্রার্থী মামুন বিন আবদুল মান্নান ও হাসিনা খান চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। এছাড়া ঋণ খেলাপি থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শামসুল ইসলাম-এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাইয়ে পাঁচজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ঋণ খেলাপি থাকায় আবু বকর সিদ্দিকুর রহমান এবং ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকায় আল ফাতাহ্ মো. আবদুল হান্নান খান, আলমগীর মাহমুদ, মুশফিকুর রহমান ও মো. মতিউর রহমান-এর মনোনয়ন বাতিল করা হয়।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম-এর মনোনয়ন বাতিল করা হয়। বাকি পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনে মোট ২৫ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল হয়। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে নয়জনের মধ্যে একজন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নয়জনের মধ্যে দুইজন এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সাতজনের মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার ময়মনসিংহ-৪, ৫, ৬ ও ৭ এই চারটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়। এর মধ্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ১০ জনের মধ্যে দুইজন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ছয়জনের মধ্যে একজন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে নয়জনের মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নয়জনের মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলার রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, নানা ধরনের ত্রুটি ও অনিয়মের কারণে ময়মনসিংহ জেলার ১১টি আসনে মোট ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।