শিরোনাম

সিলেট, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সিলেটের একটি মন্দিরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একটি মন্দিরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব, প্রজ্ঞা ও দৃঢ়তা নিয়ে দেশকে পথ দেখিয়েছেন- তা ইতিহাসে অনন্য। গণতন্ত্র এবং এ দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কারাবরণ করেছেন, প্রিয় সন্তানকে হারিয়েছেন, কিন্তু মাথানত করেননি।
তাঁর জীবন থেকে আমাদের রাজনীতির পাঠ নিতে হবে।
তিনি বলেন, বেগম জিয়া ছিলেন অসাম্প্রদায়িক। তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি এদেশের সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার কাজ করেছেন। তাঁর প্রয়াণে সারাদেশের মানুষের কান্নাই বলে দেয়, তিনি কতোটা জনপ্রিয় ছিলেন। তাঁকে এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সমির কান্তি পুরকায়স্থ এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজিব কুমার দে ও সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস সভা পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিবব্রত ভৌমিক, নারায়ণ পুরকায়স্থ ফনি, প্রাণেশ দেব, সুদীপ বৈদ্য, খোকন রঞ্জন দে, বি পি দেব, মান্না দে, মলয় লাল ধর, বিমল দেবনাথ, মনোজ দেব, রনি সিংহ, সুমন সিংহ, প্রসুন পাল চৌধুরী, ঝলক আচার্য্য, মুন্না ঘোষ, নির্ঝর রায়, জয়দ্বীপ চৌধুরী মাধব, হকেন দেব, উজ্জ্বল রঞ্জন চন্দ, অসীম কুমার দে, আশীষ দেবনাথ, লিমন দেব, ভাস্কর অধিকারী, পিনাক ঘোষ, রাজন দেব, অঞ্জন দাস, ভুলন কান্তি তালুকদার, সৌরভ রায়, অমিত কুমার ধর, সুনাম দে, ঝন্টু বিশ্বাস, কৌশিক দাশ, রিংকু আচার্য্য, রতন পাল, সুমিত দে, অঞ্জন রাম দাশ প্রমুখ।