বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮

খুলনার তেরখাদায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

খুলনা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার তেরখাদা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জোহরের নামাজের পর সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গায়েবানা জানাজা আয়োজন করা হয়। জানাজা পরিচালনা করেন আজিজিয়া মারকাজ মাদ্রাসার মুহতামিম মওলানা মুফতি নাজমুল ইসলাম।

জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মওলানা আব্বাস আলী, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন, নান্টা, শরিফ, নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, আজিজুর রহমান গাউস, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান, আজিবার, কালাম লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, সাইফুল ইসলাম মোড়ল, ইমদাদুল ইসলাম, আবুল বাশার, মোবাশ্বের আলম ও জামাল বিশ্বাস।

এছাড়া যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন চৌধুরী আমিনুল ইসলাম ও গোলাম মোস্তফা ভুট্টো। স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও মো. সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, ঈসান মোল্লা, তানভীর মোল্লা, রাব্বী শেখ,সাবেক ছাত্রদল নেতা আসাবুর চৌধুরী, আমিনুল ইসলাম, রাজু শেখ, মেহেদী চৌধুরী,রাজু চৌধুরী,লতিফ মোল্লা, মুন্না পারভেজ প্রমুখ।

এদিকে দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে সকালে কুরআন খতম, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।