শিরোনাম

সিলেট, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সিলেট প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি রাজনীতি, দল-মত, সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের প্রতীক।
তারা বলেন, মানুষের অধিকার আদায়ে রাজপথে, আন্দোলন-সংগ্রামে তার অনেক অবদান রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, কোষাধ্যক্ষ আনিস রহমান, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আনাস হাবিব কলিন্স, কামাল উদ্দিন আহমেদ, ফারুক আহমদ, এম এ মতিন, সেলিম আউয়াল, মো. দুলাল হোসেন, শাহ মো. কয়েছ, ফয়সাল আমীন, ইয়াহইয়া ফজল, খালেদ আহমদ, মুনশী ইকবাল, মো. বদরুর রহমান বাবর, মো. মারুফ হাসান, এ কে কাওছার, এম রহমান ফারুক, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, রাফিদ চৌধুরী এবং সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন।