শিরোনাম

নরসিংদী, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বেলাবো উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বৈধ কাগজপত্র না থাকায় ১৪৩ বস্তা জিরা সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় মোস্তাক আহম্মেদ (৩৩) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বেলাবো উপজেলায় দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত মো. মোস্তাক আহম্মেদ গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের মো. আলম মিয়ার ছেলে।
বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিম ও সঙ্গীয় ফোর্স বেলাবো থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৪৩ বস্তা জিরা এবং ধানের তুষ সহ একটি ৭ টনের ট্রাক জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমান উল্লাহ জানান, বৈধকাগজপত্র না থাকায় ১৪৩ বস্তা জিরা জব্ধ করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।