শিরোনাম

সাতক্ষীরা, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে হরিণটি নদী সাতার দিয়ে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে চলে আসে। পরে সিপিজি সদস্যদের মাধ্যমে বনবভাগের সদস্যরা খবর পেয়ে হরিণটি উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করা হয়।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বুধবার সকালে সিপিজি সদস্যদের মাধ্যমে তারা জানতে পারেন সুন্দরবন থেকে একটি হরিণ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের লোকালয়ে চলে এসেছে। খবর পেয়ে তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে যান। এরপর লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকা অবমুক্ত করা হয়।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শীতকালে বনের ভিতরে পানির লেভেল কমে যাওয়ার কারনে অথবা সুন্দরবনের ভিতরে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তিনি আরো জানান, হরিণটি উদ্ধারের পর সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।
এর আগে, গত ২৫ ডিসেম্বর গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রাম থেকে আরেকটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।