শিরোনাম

রাঙ্গামাটি, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার বরকল উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর ছোট হরিণা জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কার্যক্রমের আওতায় দুস্থ ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বরকল উপজেলার সীমান্তবর্তী ত্রিপুরাঘাট গ্রামে বিজিবি’র ছোট হরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের চিকিৎসা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা বিজিবি’র এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।