বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮

রাঙ্গামাটিতে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাঙ্গামাটি, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ সোমবার। 

এদিন ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাঙ্গামাটি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে সকাল সাড়ে ১১ প্রথমে বিএনপির প্রার্থী, দুপুর সাড়ে ১২ টায় জামায়াতের প্রার্থী ও বেলা ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙ্গামাটির ৫ লাখ ৯ হাজার ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা মনোনয়নপত্র জমা দেন।

এ পর্যন্ত রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।