শিরোনাম

রাজশাহী, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে তিনি রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, নায়েবে আমির মাও.আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাও. জামিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক কামারুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদির, গোদাগাড়ী উপজেলা জামাতের আমির নুমায়ন আলী, কানুর উপজেলা জামাতের আমির মাও. আলমগীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, আমরা আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ এবং সুষ্ঠ ভোট হলে আমরা জয় লাভ করব।