শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে এ মনোনয়ন দেওয়অ হয়েছে তাকে।
এদিকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. আব্দুস সালাম আজাদ মনোনয়ন পেয়েছেন। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে নতুন করে তাকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে আসনটিতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এছাড়া মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আগেই মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনকে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. মহিউদ্দিন।