শিরোনাম

মাগুরা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রার্থনা, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে মাগুরায় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও কীর্তনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বড়দিন উপলক্ষে মাগুরার প্রতিটি গির্জা বর্ণিল সাজে সেজে ওঠে। রঙিন আলোয় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। সকাল থেকেই গির্জাগুলোতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাগুরা শহরের নতুন বাজার এলাকার সাহা পাড়া খ্রিষ্টীয় উপাসনালয়ে প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পবিত্র বাইবেল পাঠ, কীর্তন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে উপাসনালয়ে ধারাবাহিকভাবে কীর্তন, বাইবেল পাঠ ও শান্তির প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ব্যাখ্যায় উল্লেখ করা হয়, যিশু খ্রিষ্ট মানবজাতিকে পাপ ও অন্ধকার থেকে মুক্ত করতে পৃথিবীতে আগমন করেন এবং মানুষের জন্য আলোর পথ প্রদর্শন করেন। তিনি জগতের মানুষের মুক্তির দিশা হয়ে উঠেছেন—এমন বিশ্বাস খ্রিষ্টান ধর্মাবলম্বীদের।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে দেখা যায় উৎসবের আমেজ। পিঠাপুলি খাওয়া, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তারা।
খ্রিষ্টান সম্প্রদায়ের মতে, ২৫ ডিসেম্বর কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি প্রার্থনা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলনের দিন।