শিরোনাম

নাটোর, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের বনপাড়াসহ জেলার ১৪টি খ্রিষ্টান ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বড়দিন।
আজ বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আজ বৃহস্পতিবার দিনটিকে উদযাপন উপলক্ষে নানা আয়োজন করে। বড়দিন উপলক্ষে গির্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। আল্পনা অংকন করা হয়েছে গির্জা ও বাড়ির প্রাঙ্গণ। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস স্টার। এছাড়া পিঠা-পুলির আয়োজন ও কীর্তনসহ বৈঠকের আয়োজন করা হয় বিভিন্ন ক্ষুদ্র মণ্ডলীতে।
জেলার সবচাইতে বড় ধর্মপল্লী বনপাড়ার লুর্দের রানী মা মারিয়া ক্যাথলিক গির্জাতে আজ সকাল ৭টায় বড়দিনের বিশেষ প্রার্থনা ‘খ্রিষ্টযাগ’ অনুষ্ঠিত হয়। প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ‘খ্রিষ্টযাগ’ পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-প্রধান পাল পুরোহিত ড. শংকর ডমিনিক গমেজ ও সহকারী পাল পুরোহিত ফাদার জেমস গমেজ। সকাল নয়টায় দ্বিতীয় ‘খ্রিষ্টযাগ’ পরিচালনা করা হয়।
খ্রিষ্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন।