বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯

ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে ইয়াবাসহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে ১টি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর এক অভিযানে ইয়াবাসহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার সজীব হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ২টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অপর এক অভিযানে ইয়াবা জব্দ পুলিশ। এ সময় তানভীর ও সজিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, মাদকসহ গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।