শিরোনাম

সুনামগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার ২৫টি গির্জায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়। খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বড়দিন পালন করতে পারেন এজন্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান চার্জের সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী জানিয়েছেন, জেলা শহরসহ সীমান্তিক উপজেলার অন্তত ২৫ টি গির্জায় বড়দিন উদযাপিত হচ্ছে ।
গতকাল বুধবার রাত ১২ টায় গির্জায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে আজ বৃহস্পতিবার দিনব্যাপী প্রার্থনা অনুষ্ঠান, বাইবেল পাঠ, কেক কাটা, কীর্তনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উৎসব উদযাপনের কথা জানান তিনি।
এদিকে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা নারায়নতলার সাধু টমাসের গীর্জায় যীশু খ্রীস্টের জন্ম তীর্থ উপলক্ষে গতকাল রাত ৮টায় উপাসনা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় ক্যাথলিক খ্রীস্টানরা উপাসনা করেন। উপাসনায় ৪০০ জন ক্যাথলিক খ্রীস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এ সময় উপসনা কার্যক্রমে ফাদার ওয়াল্টার রোজারিও উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন জেলার ভূমি কর্মকর্তা আধিত্য পাল, প্রধান শিক্ষক ফাদার সরোজ গমেজ, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
নারায়নতলা খ্রীস্টান মিশনারীসহ সীমান্তবর্তী এলাকার উত্তর নারায়নতলা, পুরাতন গুদিগাঁও, কাঠাঁলবাড়ি, পশ্চিম কোনা পাড়া গ্রামগুলোতে উৎসবে মেতে উঠেছেন খ্রীস্টান সম্প্রদায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বড়দিনকে সামনে রেখে নিরাপত্তা বিধানের পাশাপাশি সকল গির্জা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।