শিরোনাম

নড়াইল, ২৫ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নড়াইল শাখা কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
ইউডিসি কনস্ট্রাকশন ও কিষাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. কালাম হোসেন তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও নড়াইল শাখা ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত হোসেন সিকদার, ফয়সাল মোস্তারী, রেমিটেন্স যোদ্ধা রয়েল মোস্তারী, মো. সোহরাব হোসেন, হাবিবুল্লাহ বাহার।
ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ বলেন, ব্যাংকিং সেবা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি সমাজে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।
আর সেই ধারাবাহিকতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।