বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯

জামালপুরে ষড়যন্ত্রের অভিযোগে ১০ আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার

জামালপুর, ২২ ডিসেম্বর (২০২৫): বিভিন্ন ফৌজদারি মামলায় পুলিশ গতকাল জেলায় দশজনকে গ্রেফতার করেছে।

পুলিশ কন্ট্রোল রুমের পরিদর্শক মো. গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, মেলান্দহ এবং দেওয়ানগঞ্জ থানায় বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। তারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিল।

গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার মো. পারভেজ আলী (৩৭), মো. আজহার আলী (৪৫) এবং মো. ফজলুল হক (৫২), মেলান্দহ উপজেলার আসাদ (৩০) এবং মো. আরিফুল ইসলাম জুয়েল (৩০), সরিষাবাড়ী উপজেলার মো. রফিকুল ইসলাম (৪৫), ইসলামপুর উপজেলার মো. মজনু মিয়া (৫৩) এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মো. শামসুল আলম (৫৭), মো. মামিনুল ইসলাম আকন্দ (৪৮) এবং মো. শের আলী বিপুল (৪৮)।

পুলিশ জানায়, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।