বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ০০:২৮

মালদ্বীপে প্রথমবারের মত বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং শিক্ষা ও জনকূটনীতির প্রসারে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হয়েছে 'বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো-২০২৫'।

নীল জলরাশির এই দেশটিতে এটিই ছিল বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় এবং প্রথম আয়োজিত প্রদর্শনী।

রোববার রাজধানীর বার্সেলো নাসানধুরা হোটেলে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় দিনব্যাপী এই প্রদর্শনী চলে। হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা এবং বিশেষ অতিথি ছিলেন দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী ড. আবদুল রহীম হাসান।

বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিস মল্লিকা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে মেডিকেল শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে আরও কার্যক্রম আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তিনি দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম তার বক্তব্যে এই আয়োজনকে 'পাওয়ার অব বন্ডিং' বা সম্পর্কের শক্তির বাস্তব উদাহরণ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, বিশ্বাস ও অভিন্ন মূল্যবোধই আমাদের বন্ধুত্বের মূল চালিকাশক্তি। বাংলাদেশে এমবিবিএস সম্পন্ন করলে ভাষাগত কোন প্রতিবন্ধকতা থাকে না এবং একই পরিবেশে ইন্টার্নশিপ করার সুবিধা পাওয়া যায়।

হাইকমিশনার বলেন, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ৭টি পূর্ণ অর্থায়িত বৃত্তি বরাদ্দ রয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোও কম খরচে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করছে।

বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় সাদৃশ্য রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করে।

আয়োজকেরা জানায়, এক্সপোতে বাংলাদেশের ১৫টি শীর্ষস্থানীয় বেসরকারি মেডিকেল কলেজের প্রায় ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অংশগ্রহণকারী কলেজগুলো তাদের স্টলগুলোতে এমবিবিএস প্রোগ্রাম, সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ ব্যবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রদর্শনীতে মালদ্বীপের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। এছাড়া বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরাও তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।