শিরোনাম

বগুড়া, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপিসহ যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, সামনের দিনগুলো আমাদের খুব ভাল দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
আজ রোববার বগুড়ায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
আগামী দিনে দেশকে গড়ে তোলার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থানের উপায় বের করতে হবে। কৃষকরা নাজেহাল অবস্থার মধ্যে আছে। তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। বাজার ব্যবস্থায় দুষ্টু চক্র ঢুকে পড়েছে তাদের থেকে বের হতে হবে। যাতে মানুষ সহজেই ন্যায্য মূল্যে তাদের নিত্য পণ্য সংগ্রহ করতে পারে। এগুলো নিশ্চিত করতে হলে অনেক কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশকে ধ্বংসের কিনার থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে বিএনপি চেয়ারপার্সনও স্বৈরাচারের কবলে পড়া দেশকে উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে এসেছিলেন। এই দুই নেতার সৈনিকদের সামনে আবার সুযোগ এসেছে দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ হাদী গণতন্ত্রের পথেই ছিলেন, তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আলী আজগর হেনা।