বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা 

মুন্সীগঞ্জ, ২১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের  দায়ে একটি  বেকারিকে  ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার দুপুর আড়াইটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা সদরের হাসপাতাল রোড এলাকায় বাজারে মনিটরিংকালে ‘নাজমা বেকারী’কে এ জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাসপাতার রোড এলাকায় বাজার মনিটরিংকালে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে নাজমা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযানকালে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। 

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নুরে আলম সোহাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।