বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ২০:১৯
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২০:২২

ভবনের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনে সংশোধিত পরিপত্র জারি

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): কমপক্ষে ২০ (বিশ) বছর ব্যবহারযোগ্য ভবনের ছাদে ১ হাজার বর্গফুট বা তার বেশি জায়গা থাকলে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি-২ শাখা সিনিয়র সহকারী সচিব (বিকল্প দায়িত্ব) মোছা. ইশরাত জাহান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

সংশোধিত পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ থেকে জারিকৃত নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানকালে ভবনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত নির্দেশনা বাতিলপূর্বক নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো :

কমপক্ষে ২০ (বিশ) বছর ব্যবহারযোগ্য ভবনের ছাদে ১ হাজার বর্গফুট বা তার বেশি জায়গা থাকলে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে। এক্ষেত্রে, আবাসিক গ্রাহক সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে গ্রাহক আগ্রহী হলে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে পারবে।

থ্রি ফেজ সংযোগের ক্ষেত্রে ১০ (দশ) কিলোওয়াট বা তদূর্ধ্ব লোড বরাদ্দপ্রাপ্ত গ্রাহকদের কমপক্ষে ৩ (তিন) কিলোওয়াট বা ৩ হাজার ওয়াট নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপন করতে হবে।

শিল্প ও বাণিজ্যিক গ্রাহক: ছাদে প্রয়োজনীয় জায়গা থাকা সাপেক্ষে ১০ বা তদূর্ধ্ব কিলোওয়াট লোড বরাদ্দপ্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকগণের অনুমোদিত লোডের কমপক্ষে ২০ শতাংশ ক্ষমতার সোলার সিস্টেম নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে স্থাপন করতে হবে। তবে অনূর্ধ্ব ১০ কিলোওয়াট লোড বরাদ্দপ্রাপ্ত গ্রাহকগণ আগ্রহী হলে নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ এর অনুচ্ছেদ ৩.৩ অনুযায়ী রুফটপ সোলার সিস্টেম বসাতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান : সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে সোলার সিস্টেম স্থাপন করতে পারবে। এক্ষেত্রে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নীতিমালা প্রযোজ্য হতে পারে।

থ্রি ফেজ সংযোগের ক্ষেত্রে ১০ (দশ) কিলোওয়াট বা তদূর্ধ্ব লোড বরাদ্দপ্রাপ্ত গ্রাহকদের কমপক্ষে ৫ (পাঁচ) কিলোওয়াটের বা ৫ হাজার ওয়াট নেট মিটারিং সিস্টেম স্থাপন করতে হবে।

ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ প্রাপ্ত গ্রাহকগণ যারা বরাদ্দকৃত লোড বৃদ্ধি করতে চান তাদেরকেও অতিরিক্ত অনুমোদিত লোডের উপর উল্লিখিত হার অনুযায়ী নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী সোলার সিস্টেম স্থাপন করতে হবে।

নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী গ্রাহক ইচ্ছে করলে অনুমোদিত লোডের ১০০ শতাংশ পর্যন্ত সোলার সিস্টেম স্থাপন করতে পারবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।