বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

উৎসাহ-উদ্দীপনায় রাজশাহীতে বিজয় দিবস উদযাপিত

আজ উৎসাহ-উদ্দীপনায় রাজশাহীতে বিজয় দিবস উদযাপিত। ছবি : বাসস

রাজশাহী, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  মহান মুক্তিযুদ্ধের চেতনায় সুখি, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রাজশাহী বিভাগীয় শহর ও জেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ. এন. এম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।

রাজশাহী সিটি করপোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী সংগঠন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বিজয় র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করে।

এদিন ভোরে স্থানীয় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও প্রদর্শনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোর থেকেই শহরের বিভিন্ন সড়কে নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তারা বিভিন্ন স্থানে শহীদ স্মৃতি ফলক ও শহীদ মিনারে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

কমিশনার ড. জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) পুলিশ লাইনস স্মৃতিফলক ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণের পর আরএমপি কর্মকর্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সড়ক দ্বীপ, রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান ও ভবনসমূহ জাতীয় পতাকা, রঙিন ক্ষুদ্র পোস্টার ও ব্যানারে সজ্জিত করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও বীরত্বসূচক পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা দেওয়া হয়। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরাও অংশ নেন।

এর আগে বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন।

বিজয় দিবস উপলক্ষ্যে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র, অনাথাশ্রম ও আশ্রয়কেন্দ্রের অধিবাসীদের উন্নত খাবার পরিবেশন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং রাজশাহী শিক্ষা বোর্ডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষ্যে বিনোদন পার্কসহ অন্যান্য দর্শনীয় স্থান দিনভর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।