বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

ছবি : বাসস

রাঙামাটি, ১৬ ডিসেম্বর ২০২৫(বাসস): মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সহকারে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।