শিরোনাম

সাতক্ষীরা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার পাটকেলঘাটা উপজেলায় আজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শারমিন সুলতানা (৩০) ও মোস্তাকিন (১২) নামের দু’জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মা ও ছেলে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা উপজেলার ভৈরবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন সুলতানা সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং তাদের ছেলে নিহত মোস্তাকিন তালা কওমী মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র গাড়ী ৮-১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরা সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল রক্ষা করতে গিয়ে আরেকটি মাছবাহী ট্রলির সাথে মাহিন্দ্র গাড়িটির ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্র গাড়ীটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মা শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিন নিহত হন। গুরুতর আহত হন আরো অন্তত ৬ জন। এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সদর ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।