শিরোনাম

বরিশাল, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপোধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
এর পরপর ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বীর মুক্তিযোদ্ধা পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও শহীদ বেদীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। অনেকে ব্যাক্তিগত ভাবেও শ্রদ্ধা জানাতে হাজির হন ফুল নিয়ে। এসময় শ্রদ্ধা নিবেদনে আগতরা বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা করে বলে জানান।
দিবসটি উপলেক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় নগরীর বেলস্ পার্ক মাঠে অনুষ্ঠিত হয় কুজকাওয়াজ ও ডিসপ্লে।
অনুষ্ঠানের শুরুতে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের অংশগ্রহণে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। পরে অংশগ্রহকারীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
বিজয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিজয় র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালিতে অংশ নিতে মহানগরের ত্রিশটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। আগতরা নানা রং বেরং এর ব্যানার ফেস্টুন, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশ নেয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভেকেট মজিবর রহমান সরোয়ার।
এসময় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদল কবির জাহিদ সহ ছাত্রদল, যুবদল, স্বে”ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দরা। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা।
অপরদিকে পৃথক বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। সেখানে জেলা বিএনপির আহাবয়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতুবৃন্দরা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় বরিশাল মহানগর জামায়াতে ইসলামী নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একাট র্যালি বের করে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।