বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬

পটুয়াখালীতে মহান বিজয় দিবসে বিএনপির পুষ্পার্ঘ অর্পণ ও বিজয় মিছিল

পটুয়াখালী, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবসে পটুয়াখালীর বাউফলে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও বিজয় মিছিল করা করা হয়েছে। 
আজ সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমপির ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, শহীদুল আলম তালুকদার।

তিনি বলেন, মহান বিজয় আমাদের শিখিয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই আমাদের একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।