বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু

ছবি: উইকিপিডিয়া

যশোর, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস):  বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।

তফসিল ঘোষণার পরপরই যশোরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে উৎসবমুখর মিছিল বের করে। শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাইকেল মধুসূদন কলেজ (্এমএম কলেজ) ও রাতে আনন্দমিছিল বের করা হয়। তফসিল ঘোষণার পর জেলার শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও বাসসকে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তারা বলেন, গণতন্ত্রে ফিরতে মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, এই তফসিলের মাধ্যমে তার প্রথম দরজা খুলে গেছে, নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আকাঙ্ক্ষা করে আসছিল। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন সেই আকাঙ্ক্ষা মেটাতে পারবে বলে আমরা মনে করছি।’ তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে জনগণ যে রায় দেবে তা সবাই মেনে নেবো।’

জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক সাহাবদ্দিন বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ সুষ্ঠু নির্বাচন দেখেনি। যে কারণে নানা সংকট তৈরি হয়েছে। সব ধরণের সংকট কাটাতে হলে নির্বাচন হতে হবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘দলীয়ভাবে আমরা নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে ফেলেছি।’

জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নূরুজ্জামান বলেন, পুরো জাতি আজ ভোটের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, ‘অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক সরকার, সুষ্ঠু একটি ভোট এগুলো সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।’ তফসিল ঘোষণায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে যারা নির্বাচিত হবে, তারা সরকার গঠন করবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য’। এই তফসিল ঘোষণার মধ্যমে সেসবকিছুই পরিস্কার হয়ে গেছে বলে তিনি মনে করেন।

গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল মনে করেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘এই নির্বাচন গণআকাঙ্ক্ষা নির্বাচন। তাই বর্তমান কমিশনকে অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। দেশের সব ধরণের সংকট কাটাতে এবারের এই নির্বাচন অতীতের যেকোন নির্বাচনের তুলনায় সুষ্ঠু হবে’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক ও যশোর-৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী রাশেদ খান তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকার তার কথা রেখেছে, পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে’।

তিনি বলেন, ‘তফসিল ঘোষণার মাধ্যমে নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন ভোটকেন্দ্র যাতে দখল না হয়, ভোটার যেন ভোটকেন্দ্রে যেতে বাঁধা না পায়, সে ব্যাপারে নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতা কামনা করছি।’

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি মিজানুর রহমান খান বলেন, তফসিল ঘোষণায় দেশের মানুষের সঙ্গে আমরাও খুশি। তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি - গণতন্ত্রের পথ প্রশস্ত করা। গণতন্ত্রের যে পদ্ধতি, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তার প্রথম দরজা খুলেছে।তিনি বলেন, ‘দীর্ঘদিন দেশে গণতন্ত্র না থাকায়, আন্দোলন, সংগ্রাম এবং অস্থিতিশীল পরিবেশের কারণে রাজনীতি, গণতন্ত্র, অর্থনীতি কিছুই বিকশিত হয়নি।’

আগামীতে একটি সুষ্টূ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকার সুন্দর পলিসির মাধ্যমে দেশের রাজনীতি ও অর্থনীতিকে সামনে দিকে সুন্দরভাবে এগিয়ে নেবে বলে তিনি প্রত্যাশা করেন।
যশোরের বিশিষ্ট লেখক বেনজীন খান তফসিল ঘোষণার পর বলেন, ‘সবকিছুই এখন পর্যন্ত পজেটিভ, নির্বাচন হবে’।

টিআইবি যশোরের সভাপতি পাভেল চৌধুরি বলেন, ‘সংকটময় পরিস্থিতির মধ্যে দেশে তফসিল ঘোষণা হয়েছে। এই সংকট কাটাতে নির্বাচন অনুষ্ঠান ছাড়া কোন বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট দ্রুত নিরসনের দিকে যাবে। নির্বাচন যত স্বচ্ছ হবে, তত গ্রহণযোগ্যতা পাবে।’

এবারের নির্বাচনে জনগণের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি মনে করেন।