শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘ঝরাপাতা প্রজ্বলন বন্ধ করুন’ স্লোগানে পরিবেশ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নির্মল বায়ু এবং বাসযোগ্য সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার, ডাকসু, গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং পরিবেশ সংসদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদ কামাল অনিক।
এসময় বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালি উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়টি একটি নির্দিষ্ট অনুষ্ঠান কিংবা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এটি একটি অভ্যাস।
পরিবেশ সংরক্ষণের বিষয়কে আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। পরিবেশ ও প্রকৃতিকে ভালোবেসে এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মল চত্বরের সবুজায়ন, শতবর্ষী গাছ চিহ্নিতকরণ, পাখিদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণসহ আমরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। গত বছরের মতো এবারো নববর্ষ উদযাপন অনুষ্ঠানে আতশবাজি না ফাটানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। ঝরাপাতা প্রজ্বলন বন্ধের ক্ষেত্রেও তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরিবেশ রক্ষা আমাদের অস্তিত্ব রক্ষার অংশ। এক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য বলেন, ভালো কাজের জন্য পুরস্কার ও মন্দ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা করা হবে।
আলোচনা পর্ব শেষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।