বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০

আরএমপি সড়ক শৃঙ্খলা জোরদারে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

ছবি : বাসস

রাজশাহী, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ‘ট্রাফিক সপ্তাহ-২০২৫’ উদ্বোধন করেছে।

আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান আজ সকালে আরএমপি সদর দফতরের সামনে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ‘সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন’ শীর্ষক সপ্তাহের উদ্বোধন করেন।

অতিরিক্ত কমিশনার নাজমুল হোসেন ও খোরশেদ আলমসহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, শুধু আইন প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়, এজন্য জনগণের সচেতন অংশগ্রহণও সমানভাবে জরুরি।

তিনি আরও বলেন, ট্রাফিক সপ্তাহ নগরবাসীর মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে নগরীর জিরো পয়েন্ট, মনি ক্রসিং, লক্ষ্মীপুর ক্রসিং, গৌরহাঙ্গা ও ভদ্রা ক্রসিং এলাকায় ব্যাপক ট্রাফিক আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন।

পরে বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ, বিএনসিসি, স্কাউটস ও রেড ক্রিসেন্টের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করে।