বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৮

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

শনিবার শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ছবি : বাসস

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার বেলা তিনটা ২০ মিনিটের দিকে তিনি তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান গতকাল শুক্রবার লন্ডন থেকে ঢাকায় আসেন। শাশুড়িকে দেখতে বিমানবন্দর থেকে তিনি এদিন দুপুর ১১টা ৫৩ মিনিটের দিকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন জুবাইদা রহমান। পরে বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় যান। রাতে আবারো তিনি এভারকেয়ার হাসপাতালে যান এবং পরে বাসায় ফিরে আসেন। 

বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে নিবিড় চিকিৎসা সেবা দিচ্ছেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই মেডিকেল বোর্ডের সদস্য।