শিরোনাম

নওগাঁ, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বদলগাছী উপজেলায় আজ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বদলগাছী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নুর ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বেসরকারী কলেজ ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয়।