বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এমইউজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এমইউজের সাধারণ সভায় তারা এ আহ্বান জানান। 

সভায় বক্তারা বলেন, ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী দেশে খুলনায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, কর্মসংস্থান সৃষ্টি এবং রুটি রুজির আন্দোলনে নেতৃত্ব দেবে এমইউজে খুলনা। অতীতে ইউনিয়নকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে আগামীতে সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে সব সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনীর উদ্দিন আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি এম এ হাসান, সাইফুল ইসলাম বাবলু, সামশুল আলম খোকন, মো. জাকিরুল ইসলাম, হুমায়ুন কবীর প্রমুখ।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, পেশাগত সংকট, গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তাসংক্রান্ত নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ পরিষদের সভায় সদস্যরা সংগঠনের সার্বিক পরিস্থিতি ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। নতুন সদস্য পদ প্রদান, নতুন কমিটির অভিষেক, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের শাহাদতবার্ষিকী পালন, ইফতার মহফিল, পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ কর্মশালা, সংবাদপত্রের কালো দিবস ১৬ জুন পালন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসসহ সব জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া ইউনিয়নের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।