বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা

ছবি : বাসস

নীলফামারী, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 
আজ দুপুরে সোসাইটির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে সাত সদস্যের কমিটি ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। 

২০২৫-২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. বজলুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মীর সেলিম ফারুক, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মেহেদী হাসান, আলিফ সিদ্দিকী, সেতারা সুলতানা চৌধুরী, মোস্তফা হক প্রধান ও আসাদুজ্জামান খান।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ও রেডক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সভার কার্যক্রম। 

ইউনিটের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যক্রম উপস্থাপন করেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, জেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সোহেল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নীলফামারী রেডক্রিসেন্ট ভবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। নিজস্ব জমি এবং বহুতল ভবন নির্মাণ করে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে আরো গতিশীলতা আনা হবে। নতুন নির্বাচিত কমিটি এখন থেকে নিবেদিত হয়ে কাজ করবে। এসব কাজে জেলা প্রশাসন ও জেলা পরিষদ সার্বিকভাবে সহায়তা করবে’।